পবা উপজেলা প্রতিনিধি
রাজশাহীতে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও নারী চেয়ারম্যান প্রার্থীরাও থেমে নেই।
আজ মঙ্গলবার (১৪ মে) দিনভর পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন এ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি খাতুন।
এদিন পবার হুজুরিপাড়া ইউনিয়নের দারুশা, ডাঙ্গেরহাট, শীর্ষপাড়া, বেজুড়া, মুন্না ডাইনসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি খাতুন। তিনি এসব এলাকার সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি যান। তাদের সাথে কথা বলেন ও তার বৈদ্যুতিক পাখা প্রতিকে ভোট ও দোয়া চান। তিনি দিনভর এলাকার সাধারণ লোকজনের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে তার সাথে ছিলেন, পবার হুজুরিপাড়া ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সাইদ হাসান তুষার, ছাত্রলীগ নেতা রাব্বি, আশিক, ইশরাফিলসহ সাধারণ ভোটাররা।
তবে ভোটাররা বলছেন, অন্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের তুলনায় তরুণ প্রার্থী হিসাবে সব জায়গায় গ্রহণযোগ্যতা পাচ্ছে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মপি খাতুন। এরআগে প্রথম দিন সোমবার নওহাটা বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন