রাজশাহীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ছয় দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

গতকাল বুধবার (১৯ মার্চ) সকাল ১০ টায় রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট সহ বাংলাদেশের সকল জেলা পলিটেকনিক শিক্ষার্থীরা মিডটাম পরিক্ষা বাতিল ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।

পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে থেকে জানা যায়, পিএসসির অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল।সেটি নিয়ে দীর্ঘদিন ধরে হাইকোর্ট শুনানী চলে।সম্প্রতি এই এতে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ৩০ শতাংশ ক্রাফট পদে নিয়োগ নিয়োগে আইন পাশ হয়।কারণ ক্রাফট পদে ননটেক বা সাধারণ শিক্ষা থেকে নিয়োগ পান প্রার্থীরা।কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা চান তাদের ইন্সট্রাক্টর পদে ডিপ্লোমা প্রকৌশলীরা আসুক।

কিন্তু তাদের দাবি না মানায় দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।এর ধারাবাহিকতায় রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন।শিক্ষার্থীদের ৬ দফা দাবিসমূহ হচ্ছে :-

১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০% ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করতে হবে।

২. জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে।

৩. ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে (HSC Voc, SSC Voc, TTC students, HSC Science + trade course)

৪. কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাএদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

৫. কারিগরি শিক্ষার প্রচার ও বৃদ্ধির এবং লক্ষে প্রাথমিক বিদ্যালয় কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলী দের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করতে হবে।

৬. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *