নাটোর লালপুরে ঈদের নামাজ শেষে আ.লীগের গুলি,অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযানে আটক ৯

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি প্রতিবেদক::::
নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে মুসল্লি ও বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বিএনপি কর্মী সুজাতসহ ৪ জন আহত হয়েছেন।

পরে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফুর ছেলে মুন,জরিপের ছেলে দ্বীপ খায়রুল বাসার ভাদুর ছেলে লিপু ও পলটনসহ নয় জনকে আটক করেছে যৌথবাহিনী।

রবিবার (৩১ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে লালপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পলাশের নেতৃত্বে আওয়ামী নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিলে স্থানীয় মুসল্লি ও বিএনপি নেতাকর্মীদের সাথে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে আওয়ামীলীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় রামকৃষ্ণপুর গ্রামের গুলিবিদ্ধ বিএনপি কর্মী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আরজেলের ছেলে সুজাত (২৭) বলেন, ঈদের নামাজ পর জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা গুলি চালাতে শুরু করে। এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নান্নু গুলি চালালে আমার পায়ে গুলি লাগে। এ ঘটনায় আহত অপর তিনজন হলেন একই গ্রামের আইয়ুব মন্ডলের ছেলে ইয়াজউদ্দিন মন্ডল (৭৩), মৃত ইসাহাকের ছেলে জিয়া (৪৫), রায়েজের ছেলে মহসিন (২৮) ছাব্বির পিতা লোকমান মন্ডল আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত সুজাতকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক উপস্থিত লালপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ মুসল্লীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এটিএম জাহিদুল আলম ডলার ও জিয়াউর, আলাউদ্দিন।

তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে বক্সে করে অস্ত্র নিয়ে বিএনপি ও সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে। তারা ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা আবারো দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আওয়ামী লীগ ক্যাডার রবিউল ইসলাম রবির নেতৃত্বে বিএনপি নেতা কর্মীদের ওপর গুলি করা হয়েছে। এদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে বয়কট করতে হবে এবং প্রশাসনের প্রতি দ্রুত অস্ত্রধারী এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, এঘটনায় ৯জন কে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *