কালাইয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বইমেলা উদ্বোধন।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত পিঠা উৎসব ও বইমেলা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেকার রহমান, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বকুল, কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পিন্টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উৎসবে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রকাশনী অংশগ্রহণ করে, যেখানে নতুন ও পুরোনো বইয়ের সমাহার ছিল। পাশাপাশি, বাহারি পিঠার স্টলগুলোতে স্থানীয় ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী এবং বিক্রির আয়োজন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক, সাহিত্যপ্রেমী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মেলাটি এক প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়।

উৎসবটি স্থানীয় সংস্কৃতি ও সাহিত্যের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *