(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি চাল কল থেকে প্রতারণা করে ২৭০ বস্তা চাল হাতিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় লিটন প্যাদা @ আরিফ প্যাদা (৪৫) নামে চাল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় আতœসাৎ হওয়া ১৬০ বস্তা চালসহ একটি ট্রাক (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ড-১১৫০৬৮) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত লিটন প্যাদা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পূর্বপাড় ডাকুয়া গ্রামের আজাহার প্যাদার ছেলে। সোমবার সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ও এসআই শরিফুল ইসলাম জানান, গত ২৫ এপ্রিল অজ্ঞাতনামা বিবাদী ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোডের পাইকারী চাল ব্যবসায়ী পরিচয় দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় অবস্থিত গাজী অটো রাইস মিলের মালিক মাহবুবুর রহমানের নিকট চাল ক্রয়ের প্রস্তাব দেন। গত ৩০ এপ্রিল মিল মালিক মাহবুবুর রহমান প্রস্তাবের আলোকে গাড়ীযোগে ২৭০ বস্তা চাল (প্রতি বস্তায় ৫ কেজি করে মোট ১৩.৫০ টন যার আনুমানিক মূল্য ৬লক্ষ ৭৫ হাজার টাকা) পাঠিয়ে দেন। কিন্তু ওইদিন রাত ১১ টার দিকে চাল বহনকারী গাড়ীটি ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে অন্য একটি ট্রাকে চালের বস্তাগুলো তুলে নেয়। এরপরে মিল মালিক মাহবুবুর রহমান তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পান। প্রতারনার শিকার হয়েছে বুঝতে পেরে মিল মালিক গত ৩ মে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে চাল চোর চক্রের সদস্য আরিফ প্যাদাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে একই উপজেলার দরগাবাড়ী এলাকা গতে আতœসাৎসহ ১৬০ বস্তা চালসহ একটি ট্রাক উদ্ধার করা হয়।
#
মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব
০১৭২৫৮২১২১৭
shihab1995uddin@gmail.com