বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের আম বাগানে নিয়ে সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার মহরম আলী (২০) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মহরম আলী জেলার সিংড়া উপজেলার বিনগ্রামের সুমন আলী চাঁদের ছেলে। মহরম আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মহরম আলী উপজেলার মালিপাড়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। সোমবার বিকেলে সে প্রতিবেশী ওই মেয়েকে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের আম বাগানে নিয়ে যায়। পরে সেখানে ঝোপের আড়ালে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির কান্নায় পথচারীরা এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। একই সাথে মহরম আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আযম খান জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।