মীরসরাই বিএনপি’র নিবেদন প্রাণ নেতা গোলাম কিবরিয়া মজনুর ইন্তেকালে

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই পৌরসভা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ৯০ দশকের সাবেক ছাত্র নেতা মোঃ গোলাম কিবরিয়া (মজনু) (৫৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 
গত বেশ কয়েক দিন যাবত তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছিলেন।
হঠাৎ তার অবস্থা খারাপের দিকে যেতে থাকলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তিনি ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে সুন্দর মায়াময় এ দুনিয়ার সকল মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হয়ে যান। 
দীর্ঘ বছরের পর বছর আওয়ামী দুঃশাসনামলের দিন-রজনী গুলো অত্যন্ত কষ্টার্জিত ভাবে কাটিয়ে সু’সময় উঁকি মারার প্রাক্কালে তার এ ভাবে হঠাৎ চিরজীবনের জন্য চলে যাওয়া দলের শুভার্থী কেউ-ই মেনে নিতে না পারলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল আমীন’র ওপর যেহেতু কারো হাত নেই সেহেতু দল প্রিয় ভাই (মজনু) টিকে দলের সকল নেতা-কর্মী শেষবারের মতো দেখে বিদায় দেন।
দলীয় ভাবে তার সহপাঠী/রাজনৈতিক সহযোদ্ধা নেতা-কর্মীরা তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। এবং সবাই তার শোকার্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জানান।
মরহুম বিএনপি নেতা গোলাম কিবরিয়া মজনুর নামাজে জানাজ কখন এবং কোথায় হবে তা রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *