নরসিংদী নিজস্ব সংবাদদাতা ।
নরসিংদীর সিলমান্দি ইউনিয়নে তুলসীপুর গ্রামে অসহায় এক পরিবারের ওপর নির্যাতনের খবর পাওয়া গেছে।
২৬ শে ফেব্রুয়ারি রোজ সোমবার রাতে নরসিংদীর সিলমান্দি ইউনিয়নে তুলসীপুর গ্রামের বাসিন্দা মোঃ আওয়াল মিয়া এর ফ্যামিলির সাথে ঘটনা ঘটেছে বলে জানা যায় ।
মোঃ আউয়াল মিয়ার, মেয়ে, মোসাম্মদ পারুল বেগম বলেন দীর্ঘ এক বছর ধরে একই গ্রামের ডেঙ্গুড়াপাড়ার মোহাম্মদ কামাল হোসেন পিতা মৃত্যু জব্বর মিয়া ছেলে, আমাকে অসিল ভাষায় গালিগালাজ করে, আমাকে বিভিন্ন ধরনের কু প্রস্তাব দিয়ে থাকে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার চরিত্র নিয়ে খারাপ কথাবার্তা এলাকায় বলে বেড়ায়। ২৭/০২/২০২৪ইং তারিখে আমার বাড়িতে যাইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি তার প্রতিবাদ করতে গেলে, পাশে থাকা বেরার খুটি দিয়ে আমাকে এলো পাথারী মারতে থাকে বিভিন্ন স্থানে যখন করে। তার খারাপ প্রস্তাবে রাজি না হলে এলাকা ছাড়া করিবে এ বলে হুমকি দেয়। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ।