এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই পৌরসভা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ৯০ দশকের সাবেক ছাত্র নেতা মোঃ গোলাম কিবরিয়া মজনুর ইন্তেকালে গভীর শোক্ প্রকাশ করে পত্রিকান্তরে বিবৃতি প্রদান করেছেন জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি’র প্রথম এমপি মরহুম ওবায়দুল হক খন্দকার এর মেজো পুত্র আমেরিকা প্রবাসী মোঃ এমদাদ খন্দকার।
পাঠানো এক শোক্ বার্তায় তিনি বলেন, দীর্ঘ বছরের পর বছর আওয়ামী দুঃশাসনামলের দিন-রজনী গুলো অত্যন্ত কষ্টার্জিত ভাবে কাটিয়ে সু’সময় উঁকি মারার প্রাক্কালে এ ভাবে হঠাৎ করে তার ইন্তেকালে শোক প্রকাশ করার ভাষা ও যেনো হারিয়ে ফেলার অবস্থা।।
এমদাদ খন্দকার মরহুম বিএনপি নেতা গোলাম কিবরিয়া মজনুর শোকার্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জানান।
মরহুম বিএনপি নেতা গোলাম কিবরিয়া মজনুর পরিবারবর্গ কে আল্লাহ যেনো শোক্ কাটিয়ে উঠার শক্তি-সাহস দেন সে জন্য তিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল আমীন’র দরবারে আর্জি রাখেন।
