স্টাফ রিপোর্টার:-মোঃ নুরুল আলম)
২৩ জানুয়ারি ২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার। জেলাভিত্তিক ভলিবল টুর্নামেন্ট, আয়োজনে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ, তারি ধারাবাহিকতায় ভলিবল খেলা অনুষ্ঠিত হয় আলীকদম উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। আজকের প্রথম আর্ধে খেলায় লামা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ নতুনছড়ি একাদশকে দুই সেটে পরাজিত করেন। লামা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ,এতে যারা অংশগ্রহণ করেন খেলোয়াড় বিন্দুরা ১। মোঃ নুরুল আলম (সভাপতি ও টিম অধিনায়ক)২।মোঃ ইব্রাহিম (ম্যানেজার) ৩।মোঃ জাহিদুল ইসলাম খোকা (কোচ)
৪। বিপ্লব মার্মা ৫। মোঃ শান্ত ৬। মংচসিং মার্মা ৭। মোঃ মুন্না ৮। মোঃ ফাহিম ১০। সাইনু মার্মা।
৬৭৮