অসুস্থ রিক্সা চালককে নগদ অর্থ দিয়ে সহায়তা করেন বিএনপির নেতা জনাব মোঃ আইয়ুলি কোম্পানি।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

(স্টাফ রিপোর্টার:- মোঃ নুরুল আলম)
২৩ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার। দুঃখে কষ্টে থাকা অসুস্থ গরিব রিক্সা চালককে নগদ অর্থ প্রদান করেন লামা উপজেলা বিএনপি নেতা,রিক্সা চালক সমিতির প্রধান উপদেষ্টা জনাব মোঃ আইয়ুব আলী কোম্পানি। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রিক্সা চালক সমিতির উপদেষ্টা মোঃ নুরুল আলম, রিকশা চালক সমিতির সভাপতি,সেক্রেটারি,ও সাংগঠনিক মহোদয়গণ।

জনাব আইয়ুব আলী কোম্পানি,
সার্বক্ষনিক অন্যের দঃখে যিনি ব্যথিত, দু:খি মানুষের পাশে থাকেন তিনি। বিংশ শতাব্দির ৯০’র দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লামা উপজেলার প্রথম কমিটির সভাপতি জনাব আইয়ুব আলী। বিগত ১৬ বছর আওয়ামী স্বৈরাচারী নেতৃত্বের রক্ত চক্ষুকে ভ্রুক্ষেপ না করে স্বীয় রাজনৈতিক আদর্শে অটুট ছিলেন তিনি। গরিব ও মেহনতি শ্রমিকবান্ধব আইয়ুব আলী একজন মিশুক ও সর্বসাধারণের সাথে সার্বক্ষণিক বন্ধসুলভ হওয়ায় সর্বজনপ্রিয় তিনি।

মহান আল্লাহকে রাজি খুশি করার লক্ষে মূলত তার দানের হাত প্রসারিত রেখেছেন। মানবতার কল্যাণে তার এই মহতি প্রয়াস আল্লাহ কবুল করুন।
তিনি প্রচার বিমুখ; তার এই দানের প্রচার কাউকে জানানোর উদ্দেশ্য নয়, মুলতঃ সমাজে তার মতন অন্যদেরকেও দুঃখি মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রানিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *