সাংবাদিকদের নিরাপত্তায় বিমা সহায়তার প্রস্তাব বিবেচনা করছে কমিশন

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক :
সাংবাদিকদের নিরাপত্তায় সরকারি আইন অনুযায়ী বিমা সহায়তা দেওয়ার বিষয়ে প্রস্তাবের বিষয়টি বিবেচনা করছে গণমাধ্যম সংস্কার কমিশন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর তথ্য ভবনের সম্মেলন কক্ষে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশনপ্রধান কামাল আহমেদ এ কথা বলেন। আন্তর্জাতিক পরিসরে গণমাধ্যমের স্বাধীনতা প্রসারে একযোগে কাজ করছে, এমন গণতান্ত্রিক রাষ্ট্রের জোট হচ্ছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।

প্রতিনিধিদলের এক সদস্যের প্রশ্নের জবাবে তিনি জানান, সাংবাদিকদের নিরাপত্তায় সরকারি আইন অনুযায়ী বিমা সহায়তা দেওয়া যায় কি-না, এ বিষয়ে কমিশন বিবেচনা করছে।

সংস্কার কমিশনের প্রধান বলেন, কমিশন গণমাধ্যমের টেকসই সংস্কারের জন্য কাজ করছে। যা শুধু নির্বাচনকেন্দ্রিক নয় বরং শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর অংশ হবে।

সাংবাদিকদের নিরাপত্তায় বিমা সহায়তার প্রস্তাব বিবেচনা করছে কমিশন

মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্য দেশগুলোর ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ নিয়ে গণমাধ্যম সংস্কারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। অপতথ্য ও ভুয়া তথ্য প্রচারের ঝুঁকি মোকাবিলায় কমিশনের কোনো ভূমিকা থাকবে কি না সে সম্পর্কে কমিশনের কাছে জানতে চাওয়া হয়। রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যম সংস্কারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না সে সম্পর্কেও তারা জানতে চান।

কমিশনপ্রধান জানান, আমাদের মেয়াদ ৯০ (নব্বই) দিন। আমরা চেষ্টা করছি আমাদের অংশীজন প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, বেতার ও টেলিভিশন মালিক এবং সাধারণ জনগণ-দর্শক-শ্রোতা যারা গণমাধ্যম সংশ্লিষ্ট তাদের সঙ্গে আলোচনা করে একটি নির্ভরযোগ্য সংস্কার প্রস্তাব তুলে ধরা।

তিনি বলেন, আমরা সমাজের সব শ্রেণির মানুষের কথা শুনছি এবং তাদের মতামত গ্রহণ করছি। এমনকি রাজনৈতিক দলগুলোকেও গণমাধ্যম সম্পর্কিত তাদের পর্যবেক্ষণ এবং সংস্কার প্রস্তাব তুলে ধরার জন্য আমন্ত্রণ জানিয়েছি।

এসময় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *