জয়পুরহাটের সাবেক পিপি ও সাংবাদিক নৃপেন্দ্রনাথ মন্ডল মারা গেছেন

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সুকমল চন্দ্র বর্মন (পিমল)জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সাংবাদিক অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (৭১) পরলোক গমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় জেলা শহরের আরাফাত নগর মহল্লার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি জয়পুরহাট আইনজীবী সমিতির কয়েকবার সভাপতি ছিলেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। এই পদে সদ্য সাবেক হন। তিনি আইনজীবীর পাশাপাশি সাংবাদিকতা করতেন। জয়পুরহাট থেকে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। জয়পুরহাট প্রেসক্লাবের কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকার একটি পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। প্রবীণ এই আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সর্বশেষ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি দীর্ঘ প্রায় নয় মাস ধরে অসুস্থ ছিলেন। ডায়াবেটিক, কিডনি ও লিভারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জয়পুরহাট প্রেসক্লাব, আইনজীবী সমিতি শোক প্রকাশ করেছেন।

অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডলের আইনজীবী সহকারী (মহরার) উজ্জ্বল সরকার বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ গত বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে গতকাল রবিবার গভীর রাতে বাসায় আনা হয়েছে। আজ সকালে মারা যান। তাকে দুপুরে আইনজীবী সমিতি এবং সেখান থেকে গ্রামের বাড়ি আক্কেলপুরের ভদ্রকালী নেওয়া হয়। এরপর বিকেলে জয়পুরহাটের খঞ্জনপুর মহাশ্মশানে দাহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *