লাকসামে ভেজাল শিশুখাদ্যের গোপন কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড ও জরিমানা

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেক্স
কুমিল্লার লাকসাম উপজেলায় সিএনজি গ্যারেজের আড়ালে পরিচালিত একটি ভেজাল শিশুখাদ্য উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) লাকসামের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স এস এইচ অটো পার্টস অ্যান্ড ওয়ার্কশপ নামের গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল জুস ও পানীয় পাউডার জব্দ করে তা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

শিশুর স্বাস্থ্যে ঝুঁকি, অনুমোদনহীন কার্যক্রম

কারখানায় বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। পানি, চিনি ও ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে তৈরি করা হচ্ছিল নানা ধরনের শিশুখাদ্য। স্থানীয় দোকানগুলোতে এসব পণ্য বিক্রি হওয়ায় শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

কারখানার পরিচয় ও মালিক

গ্যারেজটির আড়ালে দীর্ঘদিন ধরে এসব নকল পণ্য তৈরি করে আসছিলেন রেজাউল করিম রতন, যিনি আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। সিএনজি গ্যারেজের নাম ব্যবহার করে তিনি অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

অভিযানে কারা ছিলেন

অভিযান পরিচালনার সময় লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ও লাকসাম আর্মি ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সৈকত আহমেদ উপস্থিত ছিলেন। তারা জানান, এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *