সুকমল চন্দ্র বর্মন (পিমল) জয়পুরহাট
জয়পুরহাটে নারীদের অর্থ উপার্জনে নতুনমাত্রা যোগ করেছে বড় বড় মাছের পরিত্যক্ত আঁশ। সংসারের কাজের ফাঁকে মাসে ১৪-১৫হাজার টাকা আয় করছে তারা।
বড় বড় মাছের আঁশ প্রক্রিয়াকরণ করে সাবলম্বী হয়ে উঠছে জয়পুরহাটের নারীরা। বেসরকারি সামাজিক সংস্থা জাকস ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় জয়পুরহাট সদর উপজেলার শান্তিনগর এলাকার কয়েকজন নারী সংসারের কাজের ফাঁকে এই পেশায় নিবিড়ভাবে যুক্ত হয়েছেন। তারা বাজার থেকে মাছের আঁশ সংগ্রহ করে রোদে শুকিয়ে সংরক্ষণ করেন।
পরে ব্যবসায়ীরা বিদেশে রপ্তানির উদ্দেশ্যে তাদের নিকট থেকে কেজি দরে কিনে নিয়ে যায়। যা থেকে মাসে ১৪-১৫হাজার টাকা আয় করছেন তারা।
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই পেশাকে আরো বিস্তৃত এবং রপ্তানিপণ্যে রুপান্তর করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।