রাজবাড়ীতে পৌর পার্কিং ফি কমানোর দাবিতে অটোচালকদের বিক্ষোভ

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
দৈনিক ১০ টাকা হারে পার্কিং ফি নির্ধারণ ও বাৎসরিক এককালীন তিন হাজার ৬০০ টাকা নিয়ে প্লেট নম্বর বরাদ্দের মাধ্যমে অটোরিকশা চলাচলের দাবি জানিয়ে রাজবাড়ীতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে অটোচালকরা।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় জেলা অটোবাইক মালিক ও চালক ঐক্য পরিষদের ব্যানারে শহরের এক নম্বর রেলগেট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন সরদার, জেলা অটো শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. আব্দুল কুদ্দুস বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে রাজবাড়ী পৌর কর্তৃপক্ষ ইজারাদারদের মাধ্যমে জোরপূর্বক ৩৫ থেকে ৪০ টাকা করে পার্কিং ফি আদায় করেছে। এতে দরিদ্র অটোচালকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পৌর কর্তৃপক্ষ আবারও নতুন অর্থবছরের শুরুতে একইভাবে পার্কিং ফি আদায়ের উদ্যোগ নিয়েছে, যা মালিক-চালকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

তারা দাবি জানান, দৈনিক ১০ টাকা হারে পার্কিং ফি নির্ধারণ করে বছরে একবার তিন হাজার ৬০০ টাকা গ্রহণের মাধ্যমে প্লেট নম্বর বরাদ্দ দিয়ে অটোরিকশা চলাচলের বৈধতা নিশ্চিত করতে হবে।

অটোচালকদের দাবির প্রতি সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন – জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *