ড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় পর্যায়ের নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। বড়াইগ্রাম উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বাবলু এবং ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান চামেলী বেগম এ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন । এছাড়া গুরুদাসপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লা এবং ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম শরিফ ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা শপথ বাক্য পাঠ করেন । শপথ বাক্য পাঠ শেষে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে স্মৃতিস্মারক হিসেবে ফটোসেশন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
#
আজ তারিখ
২৫-৬-২০২৪ইং
মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব
০১৭২৫৮২১২১৭
shihab1995uddin@gmail.com