নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মর্মৃমান্তিক মৃত্যু

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামে আমিনূরের আম বাগান এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৬), রতন সরকারের ছেলে স্বপন সরকার (১৬), এবং সিংড়া সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৬)। শ্রাবণ ও স্বপন নিকটস্থ সেকচিলাম উচ্চ বিদ্যালয় ও বিধান নিজ এলাকায় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন, বিধান তার ফুফা জয়দেব এর বাড়িতে বেড়াতে এসে ফুফাতো ভাইয়ের নতুন মোটরসাইকেল নিয়ে অপর দুই বন্ধুকে নিয়ে ওয়ালিয়া থেকে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যায়। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়। এলাকাবাসী খবর দিলে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করে ও নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান,
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে, একই সাথে দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *