মোঃ জুয়েল খাঁন (নাসিরনগর
নারায়ে তাকবীর আল্লাহ্ আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ্ (সাঃ) নারায়ে হায়দারি ইয়া আলী(কাঃ) নারায়ে চিশতিয়া ইয়া মইনুদ্দিন চিশতী(রহঃ)
আম্বিয়া(আঃ) সহ হযরত মুহাম্মদ(সাঃ) হইতে ১২ইমাম হইতে সাহাবায়ে ক্বেরাম হইতে হযরত নাসির উদ্দিন(রহঃ)হইতে হযরত সৈয়দ সালেহ্ মুহাম্মদ (রহঃ) হইতে কুতুবে জামান হযরত মাওলানা সৈয়দ সাঈদ বখ্ত(রহঃ) হযরত সৈয়দ শামছুল আব্দাল হামিদ বখ্ত ডুমন (রহঃ) হযরত সৈয়দ রশিদ বখ্ত (রহঃ)
★হযরত সৈয়দ হুমায়ুন বখ্ত (রহঃ)
১৮ই পৌষ ২রা রজব ১৪৪৬ হি. ২রা জানুয়ারি ২০২৫ খ্রি. রোজঃ বৃহস্পতিবার পবিত্র ওরস মাহফিল (স্হান) হযরত সৈয়দ হামিদ বখ্ত ডুমন (রহঃ) ঐতিহাসিক খান্দুরা দরবার শরীফ মাজার প্রাঙ্গণ,
(আয়োজনে) সৈয়দ আহমদ বখ্ত ( মতিন সাহেব) গদিনিশিন পীর সাহেব, খান্দুরা দরবার শরীফ
সৌজন্যেঃ সৈয়দ আলী হাসনাইন মোঃ বখ্ত ( রুহান ) সাহেবজাদা খান্দুরা দরবার শরীফ
( প্রধান) কোকিল কন্ঠের অধিকারী, শেখ সাদী আব্দুল্লাহ্ সাদেকপুরী পীর সাহেব (বিশেষ বক্তা) একাধিক বিষয়ে সরকারী শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত, সূক্ষদর্শী বক্তা হযরত মাওলানা মোঃ আবু তৈয়্যব মোজাহেদী সাহেব খতিব ফান্দ্রাইল জামিয়া চৌধুরী শাহী ঈদগাহ্ হবিগঞ্জ ( বিশেষ আকর্ষণ) হযরত মাওলানা শাহ্ রুকন উদ্দিন আশরাফী চিশতি, হবিগঞ্জ খাদেম খান্দুরা দরবার শরীফ উপস্থাপনা হযরত মাওলানা জহিরুল ইসলাম সুপারিন্টেন খান্দুরা ইসলামীয়া দাখিল মাদ্রাসা
শানে পাক পাঞ্জাতন পরিবেশনায় হাফেজ মোঃ খুরশেদ আলম খাদেম খান্দুরা দরবার শরীফ দৌলতপুর (( প্রচারেঃ)) খান্দুরা দরবার শরীফ ভক্ত বৃন্দ