মোঃ রাসেল মিয়াস্টাফ রিপোর্টার
রক্তদানে আমরা নরসিংদী,
একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন
এর উদ্যোগে আজ ২৯/০৩/২০২৪ রোজ শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর শিবপুর, ইটাখোলা গোল চত্তরে ২০০ অসহায় দুস্থ, শিশু, ভ্যানচালক, রিক্সা ড্রাইভার,বাস ড্রাইভার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।
উক্ত ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি তারিফ মোল্লা জুয়েল।
আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের এডমিন মিতু আক্তার, এডমিন সৈয়দ রাসেল, এডমিন ফাহিম সরকার, মোঃ মুকুল মোল্লা সদস্য সচিব, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম। তানিয়া আক্তার সদস্য রক্তদানে আমরা নরসিংদী।
ও শিক্ষক ১২২ নং আদর্শ শিশু শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর,নরসিংদী।
মোঃ আতিক ইসলাম সদস্য, মো: দুলাল মিয়া- সদস্য, সাদিয়া- সদস্য, সাকিল সরকার -সদস্য প্রমুখ।
সভাপতি মোঃ তারিফ মোল্লা জুয়েল দৈনিক আমাদের জন্মভূমিকে বলেছেন প্রতিবারের ন্যায় এবার ও অসহায় ছিন্নমূল ২০০ মানুষের মাঝে আমরা ইফতার বিতরন করেছি। আমরা আগামী বছর আরও বেশি করে মানুষের পাশে দাড়াতে চেষ্টা করবো। আমাদের সংগঠনের পক্ষ থেকে নরসিংদী, গাজীপুর, ঢাকা সহ ৮০০ এর অধিক মানুষকে ব্লাড ডোনেট করেছে। আমরা সকলে মিলে চেষ্টা করি একজন মানুষও যেন রক্তের জন্য মারা না যায়।
আমরা আশাবাদী আমাদের সংগঠনের কার্যক্রম এক সময় সারাদেশে ছড়িয়ে পড়বে। আমাদের সংগঠনের সফলতা ও আজকের ইফতারে যারা সহযোগিতা করছে তাদেরকে আমার পক্ষ থেকে শুভ কামনা রইলো। শিক্ষক তানিয়া আক্তার আমাদের দৈনিক জন্মভূমিকে বলেছে শিক্ষকতার পাশাপাশি আমি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাই, আমি সবসময় অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে চাই, তিনি রক্তদানে আমরা নরসিংদী সংগঠনের সফলতা ও সকলের সুস্বাস্থ্য কামনা করছে।