জন্মভূমি নিউজ ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বালু উত্তোলনের দায়ে তরিকুল ইসলাম (৩৪) নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (২৯ মার্চ) ভোরে উপজেলার উজিরপুর ইউনিয়নের সাত্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন এ আদেশ দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের তাবারক আলীর ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বোগলাউড়ি ঘাটসহ বেশকিছু পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে সকালে ইউএনও স্যারের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. তাবারক আলী নামে একজনকে বালু উত্তোলনের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে