আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেব: ডা. শফিকুর রহমান

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেক্স
মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলন। ছবি:দৈনিক আমাদের জলমভূমি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আল্লাহ তায়ালার সাহায্যে তারা অসাধ্য সাধন করেছে। এমন সন্তান পেয়ে জাতি গর্বিত। আগামীর বাংলাদেশকে তাই তরুণদের হাতে তুলে দেওয়া হবে।’ আজ শনিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

জামায়াতের আমির বলেন, ‘স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল। সারা বাংলাদেশকে সাড়ে ১৫ বছর কবরস্থান বানিয়ে রেখেছিল। তারা ক্ষমতায় আসার আগে লগি-বইঠার তাণ্ডব চালিয়ে জানান দিয়ে পেছনের দরজায় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বিশেষ বিমানে খুনিদের পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। পরে বিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সাজানো কোর্টে ১১ জন নেতাকে হত্যা করা হলো।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। নিবন্ধন বাতিলের পর সবশেষে নিষিদ্ধ করা হয়েছে আমাদের। সকল অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা ১৫ বছর স্বৈরাচারকে ভাগাতে পারিনি, আমাদের সন্তানেরা তা পেরেছে। ওরা তো গেল, সবকিছু শেষ করে গেল। কিন্তু আফসোস, এ জাতির কেউ কেউ ওদের বদ খাসলতগুলো ধারণ করেছে।’

আমিরে জামায়াত বলেন, ‘সাড়ে ১৫ বছর আমরা দফায় দফায় অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্ত সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি। স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি, বিদায় করতে পারিনি। আমি গর্বিত, আমাদের সন্তানেরা সেই কাজটি করেছে। আমি আমাদের সন্তানদের ভালোবাসা উপহার দিলাম। শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতির পক্ষ থেকে তাদের স্যালুট জানাচ্ছি। আল্লাহ তায়ালার সাহায্যে তারা অসাধ্য সাধন করেছে। এমন সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশা আল্লাহ, আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতেই তুলে দেব।’

মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলন।
মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলন।
জামায়াত প্রধান বলেন, ‘তিনি যে দেশে (শেখ হাসিনা) আশ্রয় নিয়েছেন, তারা আমাদের প্রতিবেশী। তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন আমরা চাই, আমাদেরও শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকঘরে কী পাকাবেন আমরা জিজ্ঞেস করি না, আমাদের পাকঘরে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না।’

ডা. শফিক বলেন, ‘আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলার আগে আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু দেখে নিন। আপনারা সেখানে যাদের মাইনরিটি বলেন, তাদের সঙ্গে কী আচরণ করেন? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না, যুগ যুগ ধরে এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যা এ দেশের সকল রাজনৈতিক দল, আলেম উলামারা প্রমাণ দিয়েছেন। আমাদের দেশের নাগরিক হিসেবে সবাই সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা এমন নিরাপত্তা চাই যে, কোনো উপাসনালয়ে যেন আর কোনো পাহারা বসাতে না হয়।’

মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলন।
মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলন।
জামায়াতের মৌলভীবাজার জেলা আমির মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *