মোঃ মাসুদ খাঁন জেলা প্রতিনিধি নরসিংদী ঃ
২১শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখ শনিবার নরসিংদী শিবপুরে ডাকাত সরদার আজিজুর রহমান আজী বৈরাগী (৩২)কে একটি বিদেশী পিস্তল ৭.৬৫ ও ম্যাগাজিন সহ একাধিক মামলার আসামি আজিজুর রহমান আজীকে গ্রেফতার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর নেতৃত্বে গ্রেফতারকৃত ডাকাত সরদার আজিজুর রহমান আজীর দেওয়া তথ্য মোতাবেক লণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। তার নামে শিবপুর মডেল থানায় ডাকাতির মামলা রয়েছে। মামলার নং ১(১১)২৪ ইং ধারা ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড । ডাকাত সর্দার আজিজুর রহমান আজী বৈরাগী (৩২) পিতা ঃ জয়নাল আবেদীন বৈরাগী, সাং সৃষ্টিঘর
(মুরগীবের) থানা শিবপুর । সে শিবপুর থানা ইটাখোলা বাস স্ট্যান্ড থেকে ভৈরব হাইওয়ে রোড এর হাজী বাগান নামক স্থানে ১৮ জন বিসিএস কর্মকর্তা সপরিবার নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাস চাপ দিয়ে ডাকাতির ঘটায় তাকে সৃষ্টঘর এলাকা থেকে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার আজীকে গ্রেফতার করতে সক্ষম হন। ডাকাতের দেওয়া তথ্য ও সনাক্ত মতে তার নিজ বাড়ি থেকে উল্লেখিত মামলায় লুন্ঠিত ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা হয় । ডাকাত সরদার আজীর আস্তানা ও তার টং দোকানের দক্ষিণ পূর্ব কোণের অত্যন্ত সুরক্ষিত স্থান হইতে একটি বিদেশী পিস্তল ৭.৬৫ ম্যাগাজিন সহ উদ্ধার করা হয় । তার নামে একাধিক ডাকাতি, হত্যা,প্রকাশ্যে খুন জখম ও মার্ডার করার জনশ্রুতি আছে । কিন্তু জনসাধারণের জানমাল, জীবন যাত্রার নিরাপত্তা না থাকায় কারণে তাদের বিরুদ্ধে কেহই মামলা করার সাহস পায়না। অস্ত্র উদ্ধার সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন,শিবপুর থানা আইনশৃঙ্খলা ভালো আছে, অপরাধ করে কেউ ছাড় পাবেনা।
