রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের বিদায় সংবর্ধনা

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নগরভবন সিটি হল সভাকক্ষে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল, গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) ডাঃ জাফরুল হোসেন, সদ্য বিদায়ী রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। অনুষ্ঠানে বক্তারা প্রশাসক মহোদয়ের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। সদ্য হাস্যোজ্বল কর্মপ্রিয় রাসিক প্রশাসক মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা। অনুষ্ঠানে রাসিকের বিভিন্ন বিভাগ ও শাখার পক্ষ থেকে রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

রাসিকের শেষ কর্মদিবসে প্রশাসক মহোদয় বক্তব্যে বলেন, রাজশাহীতে যে শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার কথা ভুলবো না। রাজশাহী আমার স্মৃতিতে থাকবে, মননে থাকবে, আত্মায় থাকবে। সকলের সহযোগিতায় এ নগরীর উন্নয়নে কাজ করেছি। নগরবাসী যেন কোনভাবে কষ্ট না পাই সেজন্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে দায়িত্বপালনের আহবান জানান তিনি।

রাসিকের রাসিকের সচিব মোঃ মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাকিউল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, ওয়াসার ডিএমডি আল্লা হাফিজ, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তত্ত্বাবধায়ক প্রকৌ মোঃ আব্দুর রশিদ, সামাজিক বন বিভাগ সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমীন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ভারপ্রাপ্ত মোঃ কবীর হোসেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক একেএম মুরশেদ, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *