নিজস্ব প্রতিবেদক
গত ৩০নভেম্বর দৈনিক বাংলাদেশ ক্রাইম বার্তা.কম ও ১ডিসেম্বর দৈনিক নতুন প্রভাত পত্রিকা ও অনলাইনে “বাগমারায় বসতবাড়িতে অতর্কিত হামলা ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগ “শিরোনামে এবং আরো কিছু পত্রিকা ও অনলাইন পোর্টালে একই নিউজটি বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদের আমাদেরকে জড়িয়ে জমি দখলের বিষয়ে যা কিছু বলা হয়েছে তা পুরোটাই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দ্যেশ্য প্রনোদিত।
প্রকৃত ঘটনা হচ্ছে বাড়িগ্রামের মৃত রফিকুল ইসলাম এর ছেলে জামাল উদ্দিন গং ভাড়াটিয়া গোন্ডা বাহিনী দিয়ে গত ৩০নভেম্বর সকাল ৯টায় আমাদের ভোগদখলীয় পুকুরে মাছ মারতে এসে না পেরে অস্ত্র পুকুরে ফেলে আমাদের খড়ের পালায় আগুন দেয় ও বসতবাড়িতে ও আমাদের উপর হামলা করে,এতে করে আমাদের প্রায় ৫-৭ জন আহত হয়েছে।আমি প্রকাশিত উক্ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ আঃ রহমান (বাবু)
পিতাঃ মৃত সেফাতুল্যা শাহ্
গ্রামঃ বাড়ীগ্রাম
বাগমারা, রাজশাহী।