মোঃ শাহানুর ইসলাম রাজশাহী
গনতন্ত্র নয়। ইসলামী সমাজ প্রতিষ্ঠানদুর্নীতির ও বৈষম্য মুক্ত ক্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠন হবে -আমীর, ইসলামী সমাজ। উক্ত মানবাধিকার সমাবেশ টি অনুষ্টিত হয় রাজশাহী জিরো প্রয়েন্ট।
সমাবেশ এ বক্তব্য রাখেন কেন্দ্রী দায়িত্বশীল জনাব
সোলায়মান কবীর, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মো: নুরূদ্দিন,সাইফুল ইসলাম, মোস্তফা জামিল সাদ, সৈয়দ মুহাম্মাদ কবীর এবং ইসলামী সমাজের অন্যতম সদস্যরা।
ইসলামী সমাজ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন করীর বলেছেন, মানব রচিত ব্যবস্থায় অধীনে বান্দি হয়ে বিশ্বের মানুষ মানুষের গোলামে পরিনত হয়েছে।
বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে বন্দি হয়ে মানুষের গোলামী করছে। সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় দেশ ও জাতির মানুষ আল্লাহর পরিবর্তের মানুষের গোলামী করার কারণে বহুবিধ সমস্যায় জড়িয়ে।অশাস্তির আগুনে জ্বলছে।
ইসলামী সমাজ, রাজশাহী জেলা দায়িত্বশীল জনাব মামুন হক মুধা (নাগর) এর সভাপতিত্বে এবং রাজশাহী বিভাগের দায়িত্বশীল, হাফিজুর রহমান সেলিমের সঞ্চাললায় আজ বিকাল ৩ ঘটিকায় রাজশাহী মহানগরের সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে ইসলামী সমাজ এর উদ্যােগে – দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের উপায় বিষয়ে মানবাধিকার সমাবেশ অনুষ্টিত হয়েছে