মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় ১৩ই সেপ্টেম্বর শুক্রবার বিকালে সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে আগামী ১৫ ই সেপ্টেম্বর বিভাগীয় শহর রাজশাহীতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি ঘোষিত সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদ, প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ চাঁদ।
এই সময় আরও উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন,আব্দুল কাদের মোল্লা,যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল,সদস্য সচিব বাচ্চু রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন,কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো,সাধারণ সম্পাদক মশিউর রহমান,সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান সহ অনেকে।