কবি: রাকিবুল হাসান
চাষীদের মান আছে আনে রত্ন,তারা করে কিবা ফসলের যত্ন,আয়ের উৎস গোটা দুয়েক হবে, এক খন্ড জমিও থাকবে না ডুবে। অতিরিক্ত ব্যয় করা অপব্যয়, আমরা বুঝিনা এটা অপচয়।প্রতিদিন বাড়তে থাকে ঋণ-দেনা, দ্রব্যের মূল্যস্ফীতি ঘটে, কমে না। দ্রব্যের দাম হপ্তায় বাড়ে হুহু করে, স’দাগরেরা মজা করে বুলি ধরে।
গিন্নী ধরিয়ে দেয় মাসের বাজেট, ইহা দেখে চোখ ছানাবড়া ফোর্ট । লড়ি যদি খরচ কমের লড়ায়ে,
সরকার এগুবে চড়া কমিয়ে। চড়া ছোবল ফেলে দ্বিধার কবলে, সর্ষে ফুল জুটে ভবিষ্যতে ভালে।বাড়ির কর্তা আর করে না খরছা, দাম কমে মিটে যদি দর কথা।
রাকিবুল হাসান
কলিগ্রাম, বাঘা, রাজশাহী।
মোবাইল নং- ০১৭৪৪-৯৮১২৫৭