রাজশাহীতে আসছেন ধর্ম উপদেষ্ট

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

প্রতিনিধি রাবিনা আক্তার সেতু
ধর্ম উপদেষ্টাড. আ ফ ম খালিদ হোসেন আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) তিনদিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। এদিন তিনি সকাল সাড়ে আট’টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।

উপদেষ্টা শনিবার সকাল নয়টায় রাজশাহী জেলার পবা মডেল মসজিদ পরিদর্শন করবেন। সকাল সাড়ে নয়টায় একই উপজেলার ডাঙ্গিপাড়া আল জামিয়া আস সালাফিয়্যাহ পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। সকাল দশটায় নগরীর নওদাপাড়াস্থ আল মারকাজুল ইসলামি আস সালাফিপরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। বেলা এগারোটায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় পরিদর্শন এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীও সুধীজনের সাথে মতবিনিময় করবেন।

দুপুর সাড়ে বারোটায় কাটাখালী জামিয়া উসমানিয়া মাদ্রাসা পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন।বিকাল সাড়ে পাঁচটায় হযরত শাহ মখদুম (র) দরগাহ পরিদর্শন এবং সন্ধ্যা সাতটায় সার্কিট হাউজে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

পরদিন রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল দশটায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। বেলা সাড়ে এগারোটায় গোদাগাড়ী শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ী মন্দির ও শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন এবং দরিদ্রদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করবেন। দুপুর দুইটায় নদওয়াতুল ইসলাম ক্বওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন এবং সন্ধ্যা সাড়ে সাতটায় রাজশাহী ছোট বনগ্রামস্থ জামিয়া রহমানিয়া মাদ্রাসা পরিদর্শন ওশিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আট’টায়ধর্ম উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *