আমাকে এতটাই কুখ্যাত করা হয়েছে যে বিয়ে করতে ও পারছি না

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত। বিতর্ক যার পিছু ছাড়ে না। ফিল্ম ইন্ডাস্ট্রির কন্ট্রোভার্সি কুইনও বলা হয় এই নায়িকাকে।

চলতি বছরেই অভিনয়ের গণ্ডি পেরিয়ে রাজনীতির জগতে পা রেখেছেন ৩৮ বছর বয়সী এই নায়িকা। বয়স ৪০ ছুঁইছুঁই কঙ্গনা এখনও বিয়ে করেননি।

তাই বলে অভিনেত্রীর জীবনে প্রেম আসেনি এমনটা নয়। বিবাহিত আদিত্য পাঞ্চোলির সঙ্গে লিভ ইন থেকে শুরু করে শেখর সুমন পুত্র অধ্যয়নের সঙ্গে প্রেম! যেই তালিকায় ছিল অভিনেতা হৃত্বিক রোশনের নামও।

তার মানে, কঙ্গনার জীবনে প্রেম এসেছে বারবার, তবে টেকেনি সম্পর্ক। রাজনীতিতে পা রাখার পর তাই আবারও উঠেছে অভিনেত্রীকে নিয়ে সেই প্রশ্ন, কবে বিয়ে করবেন কঙ্গনা?

আপ কি আদালতের এসে অভিনেত্রী এবং বিজেপি সাংসদ ফাঁস করলেন কেন বিয়ে হচ্ছে না তার। কঙ্গনা বলেন, তাকে ঘিরে নেতিবাচক প্রচারের কারণে বিয়ে করতে পারছেন না।

অভিনেত্রী মজা করে বলেন, একবার তার হবু শ্বশুর-শাশুড়ি বিয়ের আগেই পালিয়ে যান, কারণ পুলিশ কঙ্গনাকে তলব করেছিল।

বিয়ে নিয়ে মতামত জানতে চাইলে কঙ্গনা লজ্জায় লাল হয়ে বলেন, ‘এখন, আমি এই বিষয়ে কী বলব? বিয়ে নিয়ে আমার মতামত খুব ভালো, আমি মনে করি সবারই একজন সঙ্গী থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় বাচ্চা নেওয়ার সময় হয়েছে, কিন্তু আমাকে এতটাই কুখ্যাত করা হয়েছে যে আমি বিয়ে করতে পারছি না। আমার বিরুদ্ধে এত বেশি মামলা আছে যে, যখনই আমি কারও সঙ্গে ঘনিষ্ঠ হই, তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা সমন পাঠানো হয়। এমনকি একবার আমাকে তলব করা দেখে হবু শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের আগেই পালিয়ে যায়!’

কঙ্গনার পরবর্তী ছবি ‘এমার্জেন্সি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। সিনেমাটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন অভিনেত্রী নিজেই।

কঙ্গনা ছাড়াও এই ছবিতে দেখা মিলবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার এবং প্রয়াত সতীশ কৌশিকের। ছবিটি ১৯৭৫ সালে দেশে জারি হওয়া জরুরি অবস্থার প্রেক্ষাপটে নির্মিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *