পরী-নূরের রহস্য জানতে অপেক্ষা কয়েক ঘণ্টার।

বিনোদন
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

বিনোদন ডেস্ক:
একটা মফস্বল শহরে বেশ ভালোই চলছিল প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু না হতেই এক মিথ্যা অভিযোগে এলোমেলো হয়ে যায় সবকিছু! তাড়া খেয়ে ছুটতে থাকেন প্রদীপ, প্রাণপ্রিয় স্বামীর হাত ধরে সঙ্গে দৌড়ান গর্ভবতী সুপ্তিও। প্রদীপের কী এমন অতীত ছিল যে, যার পরিণাম ভোগ করতেই এত দৌড়ছুট এই দম্পতির?

পরীমণি-নূরের রসায়নে জমে ওঠা এমন থ্রিলারধর্মী গল্প রহস্য জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টা! বলে রাখা, এখানে সুপ্তির চরিত্রে পরীমণি, এবং প্রদীপের চরিত্রে মোস্তাফিজ নূর ইমরান। অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’- এ জানা যাবে প্রদীপ-সুপ্তির রহস্য।

জানা গেছে, স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে বুধবার মধ্যরাতেই (বৃহস্পতিবার) মুক্তি পাবে ‘রঙিলা কিতাব’। কিংকর আহসানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি; যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন। পুরো সিরিজটিতে থাকছে সাতটি পর্ব।

এদিকে অনেকদিন ধরেই পর্দায় ধরা-ছোঁয়ার বাইরে পরীমণি। মাতৃত্বকালীন ছুটি শেষ করেই ফেরেন শ্যুটিংয়ে, ব্যস্ত হয়ে পড়েন ‘রঙিলা কিতাব’- এ সুপ্তি হয়ে ওঠার গল্পে।

এমনিতেও পরীমণির দীর্ঘ বিরতির পর দর্শকরা মুখিয়ে আছেন নায়িকাকে দেখবেন বলে। দেখতে দেখতে সময়ও ঘনিয়ে এসেছে, ঘটতে চলেছে সেই প্রতিক্ষার অবসান। মাত্র ঘণ্টা কয়েক বাদেই এক সংগ্রামী গর্ভবতী নারীর চরিত্রে ধরা দেবেন পরীমণি। এখন দেখার বিষয়, দর্শকের কতটা মন জয় করতে পারেন এই নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *