বন্যার্তদের সহযোগিতায় এসোসিয়েশন রেডার পক্ষে ৫ লাখ টাকা প্রদান

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর উন্নয়নে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার এসোসিয়েশন (রেডা) যেমন ভুমিকা রাখছে, তেমনি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের ক্রান্তিকালে এই সংগঠন ভুমিকা করে আসছে।

গত করোনা মহামারির সময় রেডা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করেছে। অন্যান্য দুর্যোগেও রেডা স্বতস্ফুর্ত সাধারণ মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছে।

বর্তমান দেশের প্রায় ১২ জেলা বন্যার কবলে পড়েছে। আর এসব জেলার মানুষ বন্যার কবলে পড়ে অসহায় জীবন যাপন। এবার সেই অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে রেডার নেতৃবৃন্দ। বানভাসিদের জন্য রেডার পক্ষে থেকে ৫ লাখ টাকা প্রধান উপদেষ্ঠার তহবিলে প্রদান করা হয়েছে। আজ বুধবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে এ ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

চেক প্রদান শেষে রেডার সাধারণ সম্পাদক ও আল-আকসা ডেভেলপার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি বলেন, রেডা সব সময় সার্ধাণ অসহায় মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। তিনি বলেন, দেশের কয়েকটি জেলার মানুষ আজ বন্যা কবলিত হয়ে মানবেতর জীবনর যাপন করছেন। এসব বানভাসিরা আমাদের ভাই। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের জন্য যতটুকু পারছি সহযোগিতা করছি। সকলকে এই দুর্যোগ মহুর্তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু বলেন, দেশে যেকোনো দুর্যোগে রেডা সাধারণ মানুষের পাশে থাকে। আমরা শুধু ইমারত নির্মাণের বিষয়টি গুরুত্ব দেইনা। আমরা দেশের দুর্যোগে সব সময় সাধারণ অসহায় মানুষের পাশে দা্ড়াঁনোর চেষ্টা করি। তিনি বলেন, রেডার সদস্যরা যে যার অবস্থান থেকে বন্যা কবলিত মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তিনি সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন, রেডার সিনিয়র সহ-সভাপতি এরশাদ আলী ঈশা, সহ-সভাপতি কবীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল বারি সওদাগর, পরিকল্পনা ও অর্থ সম্পাদক এম.এম সিহাব পারভেজ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক শামীমুল ইসলাম মুন, প্রচার সম্পাদক আখতারুল হুদা রুমেল, সদস্য আব্দুস সোবহান, মাকসুদুল ইসলাম সুমন, তরিকুল ইসলাম, খন্দকার তাজুল ইসলাম, শৈয়দ আব্দুল্লাহ (শাওন), ওয়াসিম রেজা, মশিউর রহমানসহ অন্যান্য সদস্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *