নিজস্ব প্রতিবেদন
কিন্তু যেটুকু জায়গা লীজ হয়েছে তার কয়েকগুন বেশি জায়গার ধরে মাছ চাষ করেন লীজ গ্রহিতা। বাকি জমির মালিকদের কাছে লীজ না নিয়েই জোর পূর্বক চাষ করেন তিনি।
এদিকে, হামলার ঘটনায় মোহনপুর থানায় শাহ আলম সরকার বাদি হয়ে ৩০ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। সে অভিযোগে অজ্ঞাত আসামী রয়েছেন ১৫০ জন। অভিযোগটি তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মোহনপুর থানার ওসি (তদন্ত) আছের আলী। তিনি জানান, যেভাবে হামলা করা হয়েছে সেটা খুবই নেক্কারজনক। প্রত্যেকের মাথায় এতগুলা সেলাই লেগেছে দেখে অনেকটা অতকে উঠেন তিনি। তিনি বলেন, হামলাকারীরা যেই হোক তাদের বিচারের আওতায় আনা হবে। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।