রাজশাহী নগরীর ধ্বংসস্তুপ পরিষ্কার করল শিক্ষার্থীরা

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ হালিম কাজি রাজশাহী
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে নগরীর তালাইমারী মোড়, জাদুঘর মোড়, সিএন্ডবিসহ কয়েকটি এলাকায় সড়ক পরিস্কার করতে দেখা যায় তাদের।

এসময় শিক্ষার্থীরা বলেন, হামলা-ভাঙচুরের ঘটনায় নগর জুড়ে যে ধ্বংসস্তুপ তৈরি হয়েছে সেগুলো পরিস্কারে কাজ করছেন তারা।

শিক্ষার্থীরা জানায়, আরো ২/৩ দিন তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন। সেই সাথে, সরকারি-বেসরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা প্রতিহত করতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা।

এসময় তারা আরও দাবি করে বলেন, শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত থাকলেও বিজয়ের পর লুটপাট চালিয়েছেন দুর্বৃত্তরা। এছাড়া সবাইকে তাদের নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার আহ্বান জানায় শিক্ষার্থীরা।

এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতা এলেও যুদ্ধ এখনো শেষ হয়নি বলে উল্লেখ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমন্বয়কারীরা।

দুপুরের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, রাজশাহীতে প্রথম শহীদ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসান আনজুমের মরদেহ নিতে এসে এমন মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফাহিম রেজা।

এ সময় আন্দোলনে অংশ শিক্ষার্থীরা আরও বলেন, দেশে আর কোনো স্বৈরাচারী শাসক যেন প্রতিষ্ঠিত হতে না পারে। দেশের সকল ধরনের বৈষম্য যেন দূর হয়। ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে এই যুদ্ধ। দেশে বৈষম্য দূর করতে শত শত শহীদদের আত্মত্যাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *