কায়েস, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে উপজেলা বি এন পির শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পথ সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় । উপজেলা বিএনপির সদস্য সচিব ও ১ নং জোয়াড়ী ইপির চেয়ারম্যান আলী আকবর বলেন,আমরা যারা বিএনপি দলকে ভালবাসি তারা যেন দলের আদর্শ থেকে বঞ্চিত না হই,৷ বহু ছাত্র সমাজের লাশের বিনিময় দেশ স্বাধীন হয়েছে , ছাত্র ঐক্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন জড়িত, যার কারণে এই ফ্যাসিজ সরকারের পতন হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে , আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন প্রশাসন ভাই, সাংবাদিক ভাই এবং সর্বসাধারণ ছাত্রসমাজ ,, তিনি বলেন পুলিশ ভাই তাদের উর্ধ্বতন কর্তার নির্দেশে যা করেছে আমরা তা ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখছি, আসেন সবাই আমরা একসঙ্গে কাজ করবো , নতুন করে আর যেন কোন বিশৃঙ্খলা না হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করব , এছাড়া এখানে বক্তব্য রাখেন ৫ নং মাঝগাঁ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম , যুব দল নেতা সালাম, উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।