স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন
বাংলা নতুন বছর কে স্বাগত জানানোর জন্য মেতে উঠেছে উপজেলার সকল পেশা শ্রেণীর মানুষ বর্ষ বরণে ব্যস্ততম দিন কাটিয়েছেন। আমরা বাঙালি বাংলাকে নিয়ে আমাদের অহংকার এবং আমাদের ভালোবাসা। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ই এপ্রিল ২০২৪ রবিবার পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর উপজেলার সরকারি মহিলা কলেজ মাঠে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াতের সভাপতিত্বে বাংলা নববর্ষ বিষয়ে তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সভাপতি
ইউএনও মহাদয় সকল মানুষের কল্যাণ কামনা করে বলেন সবার জীবনে বয়ে আসুক সুখ ও শান্তির অমিয় ধারা সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করেন এরপর বাঙালির ঐতিয্য খাবার পান্তা ভাত খাওয়া শুরু হয় ।