রাজশাহীতে আরএমপি কমিশনারের বিভিন্ন গির্জা পরিদর্শন

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক
বড়দিন উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার সকালে তিনি মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন কালে ধর্মযাজকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের প্রতি আরএমপির পক্ষ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এরপর তিনি বড়দিন উপলক্ষে সকলকে সঙ্গে নিয়ে কেক কাটেন। এসময় গির্জাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছিল। উপস্থিত সবাই পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা সংক্রান্ত উদ্যোগকে সাধুবাদ জানান।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, আরএমপির মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিম, শাহমখদুম ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এটিএম মাইনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার মো: রফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *