সাজ্জাদ মাহমুদ সুইট, বাঘা-রাজশাহী।
রাজশাহীর বাঘায় বেড়েছে শীতের প্রকোপ। এতে খেটে খাওয়া নিম্নআয়ের ও হতদরিদ্র ছিন্নমূল মানুষ এবং প্রবীণরা পড়েছেন চরম বিপাকে । অসহায় মানুষের কথা বিবেচনা করেই বাঘার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি কে সাথে নিয়ে নিজেই বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে এ কম্বল বিতরণ করেন।
জানা যায়, গতকাল ২৪ শে ডিসেম্বর মঙ্গলবার সন্ধায় বাঘা উপজেলাধীন বৃদ্ধাশ্রম, এতিম খানা ও নিন্ম আয়ের মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার নিজ হাতে আড়াইশো কম্বল বিতরণ করেন।
এ সময় বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, প্রচন্ড শীতে নিম্ন আয়ের মানুষ যেন শীত নিবারণে এই কম্বল ব্যবহার করে একটু উষ্ণ পায়। মাননীয় জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনাতে আমরা বাঘা উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) সহ অন্যান্য কর্মকর্তাগণদের নিয়ে বিভিন্ন বৃদ্ধাশ্রম, এতিমখানা এবং আড়ানী রেল স্টেশনে এলাম দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছি।