দরিদ্র ও সাধারণ জনগোষ্ঠির ৫৫০ জনের মাঝেঁ রাজশাহীতে সূর্য্যসেতু সমাজ কল্যাণ সংস্থ্যার খাদ্য সামগ্রী বিতরন

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধিন “চন্দ্রিমা আবাসিক” এলাকায় সূর্য্য সেতু সমাজ কল্যাণ সংস্থ্যার উদ্যগে দরিদ্র ও সাধারণ জনগোষ্ঠির পাঁচশত পঞ্চাশ জনের মাঝেঁ নায্য মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেলে সেইফ হেল্থ কেয়ার এর প্রকল্প পরিচালক জনাব কামরুজ্জামানের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার নাজমুল হুদা চেয়ারম্যান সূর্যসেতু সমাজ কল্যাণ সংস্থা। বিশেষ অতিথি হিসেবে সূর্য্য সেতু সমাজ কল্যাণ সংস্থ্যার কোষাদক্ষ্য জান্নাতুস সালমা, মো: নুরে ইসলাম মিলন সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ,জনাব নাজমুল ইসলাম ,সভাপতি বিক্রয় সমবাই সমিতি রাজশাহী,সাইদুর রহমান পরিচালক সাইদুর রহমান স্কুল এ্যান্ড কলেজ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো আটা ৪কেজি,চিনি ১কেজি,মসুরের ডাল ১কেজি, সয়াবিন তেল ২লিটার,ডিটারজেন পাউডার ৫০০গ্রাম,ডিস ওয়াশিং বার ১টা,সরিষার তৈল ২৫০গ্রাম। এসকল খাদ্য সামগ্রীর প্যাকেজ বাজার মুল্য ১০৫০ টাকা হলেও সূর্য্য সেতু সমাজ কল্যাণ সংস্থ্যার উদ্যগে দরিদ্র ও সাধারণ জনগোষ্ঠির মাঝেঁ ৭০০ টাকায়। একটি ওয়ার্ডে ২১দিন পর পর এমন খাদ্য সামগ্রী বিতরণ করবে সূর্য্য সেতু সমাজ কল্যাণ সংস্থ্যা। পর্যায়ক্রমে রাজশাহী সিটি কর্পেরেশনের প্রতিটি ওয়ার্ডে এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান সূর্য্য সেতু সমাজ কল্যাণ সংস্থ্যা কতৃপক্ষ।
সূর্য্য সেতু সমাজ কল্যাণ সংস্থ্যা,ঢাকা। যার সমাজ কল্যাণ মন্ত্রনালয় হতে নিবন্ধনকৃত যাহার নিবন্ধন নম্বর ঢ-০৯৮৫৯। এবং সংস্থাটি এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর হতে সর্বপরি জয়েন্ট স্টোক কোম্পানী হতে নিবন্ধনকৃত একটি প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *