বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বীর মুক্তিযোদ্ধা সাহাদত হোসেন (৭০) হৃদক্রিয়া বন্ধ হয়ে বুধবার দুপুর ২টার দিকে ঢাকা বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
৪/৭/২০২৪ বৃহষ্পতিবার জানাজাকালে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন করা হয়। তিনি উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ গ্রামের বাসিন্দা ছিলেন। কর্মময়জীবনে তিনি পাকসেনাবাহিনীর সদস্য হিসেবে পশ্চিম পাকিস্থানে ছিলেন। ১৯৭১ সালের মার্চে ছুটি নিয়ে বাড়িতে আসার পর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি আনসার ভিডিপি’র থানা প্রশিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন এবং অবসরকালীন সময় পর্যন্ত ওই পদে বহাল ছিলেন।
তার পারিবারিক সুত্রে জানা যায়, গত সোমবার তিনি বুকে ব্যাথা অনুভব করেন এবং শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহষ্পতিবার ধানাইদহ কেন্দ্রিয় ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নতুল ফেরদৌস সহ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা ও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি। জানাজা শেষে তাকে ধানাইদহ কেন্দ্রিয় গোরস্থানে দাফন করা হয়।