মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলায় বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়েছে।
সোমবার (১জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের ধুরইল গ্রামের বড়বিলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সারাদিনই
বৃষ্টি হচ্ছিল। বেলা তিনটার শুরু হয় বজ্রসহ বৃষ্টি।সেই বজ্রপাতে ধূরইল গ্রামের সাদেক আলী মন্ডলের গরু ও পোল্ট্রি খামারের একটি গাভীগরু বড়বিলে বজ্রপাতে মারা যায়। গরুটির পেটে বাচ্চা ছিল। এতে প্রায় ওই খামারীর আনুমানিক ৯০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এছাড়াও একই বিলে ইসরাফিল হোসেন নামে এক হত দরিদ্র কৃষকের আরেকটি গাভী গরু মারা গেছে। যার ক্ষতির পরিমান ৭৫ হাজার টাকা।
এ বিষয়টি নিশ্চিত করেন মোহনপুর থানা ভারপ্রাপ্ত ওসি হরিদাস মন্ডল।