ঈশ্বরদীতে নিজ বাড়িতে গোপন বৈঠক করার সময় পুলিশের হাতে গ্রেফতার কহিনূর বেগম

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব সংবাদদাতা:
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে গোপন বৈঠক করার সময় মোছাঃ কহিনুর বেগম (৩৮) নামে এক যুব মহিলালীগ নেত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার অন্যতম নামীয় আসামী ছিলেন এই যুব মহিলালীগ নেত্রী মোছাঃ কহিনূর বেগম। তিনি ঈশ্বরদী পৌর যুব মহিলালীগের সাবেক সহ-সভাপতি ও পূর্ব নূর মহল্লা বস্তি-পাড়া এলাকার মো. রকিবুল ইসলামের স্ত্রী। সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়াসহ যুব মহিলালীগের আরো ৪/৫ জন মোছাঃ কহিনূর বেগম এর নিজ বাড়িতে বোরকা পরিধান করে একটি গোপন বৈঠক করছিলেন। এসময় স্থানীয় যুবদলের নেতাকর্মী ও প্রতিবেশিরা তাদের আটক করলে তারা নানারকম হুমকি ধামকি দিতে থাকে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার নামীয় ১০ নম্বর আসামী যুব মহিলালীগ নেত্রী কহিনুর বেগমকে গ্রেফতার করে। ওই এলাকার স্থানীয় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ১০/১৬ বছর দলীয় প্রভাব দেখিয়ে এলাকাতে অনেক অপকর্ম করেছেন এই কহিনূর বেগম। নিজ বাড়িতে মাদক ও দেহ ব্যবসাসহ এমন কোন কাজ নাই যা তিনি করেননি। কেউ প্রতিবাদ করলে তাকে নানারকম হয়রানি করেছেন এই কহিনূর বেগম। দলীয় প্রভাবে ওই এলাকাতে একপ্রকার ত্রাস সৃষ্টি করেছিল এই মহিলালীগের নেত্রী কহিনূর বেগম। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মোছাঃ কহিনূর বেগম ছাত্র আন্দোলনে হামলা মামলার নামীয় আসামী। বাড়িতে গোপন বৈঠক করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *