বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী লীগের’ ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকল বিভেদ মুছে ফেলে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বনপাড়া পৌরশহরের বাস স্ট্যান্ডে রোববার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এছাড়া সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড এ.কে.এম. শাজাহান কবির, বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, গুরুদাসপুরের নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, বড়াইগ্রামের জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, আওয়ামীলীগ নেতা মনির হোসেন পাটোয়ারী, প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন, আজ থেকে ৭৫ বছর আগে জাতির ক্লান্তি লগ্নে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামীলীগ। দেশের সকল অর্জণ আওয়ামী লীগের হাত দিয়েই অর্জিত হয়েছে। সেই কারনে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এক হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উদার্ত্ত আহবান জানান। পাশাপাশি বিগত দিনের সকল বিভেদ ভুলে আজ থেকে এক কাতারে এসে সরকারের উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণের জন্য অনুরোধ জানান।
#
আজ তারিখ
২৪-৬-২০২৪ইং
মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব
০১৭২৫৮২১২১৭
shihab1995uddin@gmail.com