শিবগঞ্জে ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

স্টাফ রিপোর্টার রাম বাবু বর্মন)
বগুড়া জেলার শিবগঞ্জে মোঃ মুক্তার আলী (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার উথলী রথবাড়ি এলাকাস্থ নিজ বাড়ির শোবার ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত মুক্তার আলী (৪৫) শিবগঞ্জ ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত হাসেম উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে মুক্তার আলী তাঁর পৈত্রিক ভিটা নারায়নপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী রথবাড়ি এলাকায় এসে বাড়ি করে বসবাস করছিলেন।
নিহতের ভাইয়ের স্ত্রী মেনেকা বেগম জানান, রবিবার দিনগত রাতে পেটের ব্যাথায় চিৎকার করছিলেন মুক্তার আলী। আমরা সকালে উঠে শোবার ঘরের দরজা খুলে ঘরের আড়ার সাথে গামছা পেঁচানো তাঁর লাশ দেখতে পাই। তাঁর সাথে কারও কোন দ্বন্দ্ব ছিলোনা বলেও তিনি জানান।
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *