মোঃহালিম কাজী , রাজশাহী
রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় হযরত শাহ মখদুম (র) ঈদগাহ মাঠে। এতে অংশ নেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুঠিয়ার বিড়ালদহ ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারা।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সকাল ৭ টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন।
ঈদের নামাজ শেষে রাজশাহী মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঈদের জামাতে অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।