জন্মভূমি নিউজ ডেস্ক
পুরো রমজান মাসে স্কুল ও কলেজ ১৫ দিন এবং প্রাথমিক স্কুল ১০ দিন খোলা থাকবে এবং পুরো রমজান মাসে মাদ্রাসা বন্ধ থাকার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত নোটিশ অনুযায়ী পুরো রমজান মাস বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ( স্বতন্ত্র ইবতেদায়ী,দাখিল, আলিম ফাজিল ও কামিল মাদ্রাসা। প্রজ্ঞাপন অনুযায়ী ৭ এ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা ৩০ দিন ছুটির কথা উল্লেখ করা আছে প্রজ্ঞাপনে। সে অনুযায়ী তারা পুরো রমজান মাস ছুটি পাচ্ছেন মাদ্রাসার ছাত্র- ছাত্রীরা। এর আগে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় জানায় আসন্ন এই রমজানে শিক্ষা প্রতিষ্ঠান আংশিক খোলা থাকবে,এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে স্কুল কলেজ ও সরকারি বেসরকারি উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের কলেজ গুলো রমজান মাসের প্রথম ১৫ দিন এবং প্রাথমিক পর্যায়ের স্কুল রমজানের প্রথম ১০ দিন খোলা থাকার সীধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।