২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।

অর্থ ও বানিজ্য
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ ফরহাদ হোসেন খলিল
স্টাফ রিপোর্টার
আজ ৬ই জুন (বৃহস্পতিবার) ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।
২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭লাখ ৯৭হাজার কোটি টাকা। অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য ৬.৭৫ শতাংশ। বাজেটের রাজস্ব আদায় লক্ষ্য ৫লক্ষ ৪১হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২লক্ষ ৫৬হাজার কোটি টাকা। ২৪-২৫ অর্থবছরে মুদ্রাস্ফীতি লক্ষ্য মাত্রা ৬.৫শতাংশ। ৫০ লক্ষ থেকে ১কোটি টাকায় ব্যাংক আবগারি শুল্ক নির্ধান ৫হাজার টাকা। ১৫শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার প্রস্তাব। ও নিত্যপণ্য খাদ্যশস্য সরবরাহের উৎস কর কমে অর্ধেক। মোবাইল সিমে ভ্যাট ১০০টাকা বাড়িয়ে ৩০০করার প্রস্তাব। নির্ধারিত হারে কর প্রদান করে জমি ফ্ল্যাটও বৈধ করা যাবে। ব্যক্তি করমুক্ত আয়সীমা আগের মতোই সাড়ে ৩লাখ টাকা।

২০২৪-২৫ অর্থ বছরে দ্রব্য মূল্যের প্রস্তাবনায় দাম বাড়লো, জুস,ফল,কোমল পানীয়,বিদেশি কাজু বাদাম,ফুল,এলপিজি সিলিন্ডার, ওয়াটার ফিল্টার,এর্নাজি সেভিং লাইট,সকেট,এলইডি লাইট,সুইচ,লাইট হোল্ডার, জেনারেটর,সিসি ক্যামেরা,মোটরসাইকেল, আয়রন,মোবাইল সিম,সিগারেট, আইসক্রিম, মোবাইলে কথা বলা,মোবাইল ইন্টারনেট,ম্যাকারেল মাছ,ফ্রিজ,এসি,কম্প্রেসর,

দাম কমবে = মিথানল, দেশীয় মোটরসাইকেল, গুরো দুধ, ডেঙ্গু কিট,চকলেট, ডায়ালাইসিস ফিল্টার, ডায়ালাইসিস সার্কিট, এয়ারক্রাফট ইঞ্জিন, এয়ারক্রাফট প্রপেলার,ইলেকট্রিক মটর, বিদেশি ল্যাপটপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *