বাঘায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা।

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে রাজশাহীর বাঘাতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার ( ৩০ মে) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাঘা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শামসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( টিএইচও) আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, ওসি ( তদন্ত) সোহেব আলী, বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া,সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাঘা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও কালবেলা পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি এম ইসলাম দিলদার, যুগান্তর পত্রিকার বাঘা প্রতিনিধি আমানুল হক আমান, এশিয়ান টিভির প্রতিনিধি আখতার রহমান, কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি লালন উদ্দিন, নাগরিক ভাবনা পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, বসুন্ধরা পত্রিকার উপজেলা প্রতিনিধি সানাউল কবির, দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রকাশক সাজ্জাদ মাহমুদ সুইট, স্বাধীন দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তন্ময় দেবনাথ, সাংবাদিক আবুল হাসেম সহ বাঘা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও মডেল প্রেসক্লাবের সদস্য বৃন্দ। এছাড়াও বাঘা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সময়ে বাঘার আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো ধরনের অনিয়ম ও আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সাংবাদিকদের জানান বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *