ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনিসংহ জেলার ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান, ত্রিশাল সংসদীয় আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য মরহুম আব্দুল খালেক এমপির সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনোয়ার সাদাত। তার নির্বাচনী প্রতীক ছিল কাপ-পিরিচ।
বুধবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান। এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ত্রিশাল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ১২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮০হাজার ৩২০ জন। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৪১হাজার ৮২৮ জন। এর মধ্যে ৫ হাজার ২শত ৭২ ভোট বাতিল হয়ে বৈধ ভোটের সংখ্যা দাড়ায় ১লাখ ৩৬ হাজার ৫৫৬ টি।
ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েন ৫ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে লড়েন ৪ জন। নারী ভাইস চেয়ারম্যান পদে লড়েন ৩ জন।
চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে আনোয়ার সাদাত প্রদীপ পেয়েছেন ৩৯ হাজার ৩৬৬ ভোট।
কৈ মাচ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকারের পুত্র উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার পেয়েছেন ৩১হাজার ৮৮৭ ভোট। বেসরকারি ফলাফল অনুযায়ী আনোয়ার সাদাত ৭ হাজার ৪৭৯ ভোটে বিজয়ী হয়েছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল নয়ন টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৩হাজার ৫১৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৬৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন ইসলাম ৭১ হাজার ৫৯৫ ভোট পেয়ে কলসী প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নেছা হাস প্রতীক নিয়ে ৩৪ হাজার ৭৯৭ ভোট পেয়েছেন।
বিজয়ী চেয়ারম্যান আনোয়ার সাদাত তার বক্তব্যে বলেন-আমার পিতা ত্রিশালের এমপি ছিলেন,২বার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এ উপজেলার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন কাজ করে গেছেন। আপনারা আমার বাবাকে যেভাবে সবসময় পাশে পেয়েছিলেন, আমিও বাবার মতন সেবক হয়ে আপনাদের পাশে থাকবো। আনোয়ার সাদাত আরও বলেন, আমি জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষায় প্রর্থী হয়েছিলাম। সাধারণ ভোটাররা আমাকে ব্যপক সাড়া দিয়েছে। জনগণ কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়েছেন। বিশ্বাসের জায়গায় বসিয়েছেন। আমি সে বিশ্বাস ধরে রাখতে চাই। পাশাপাশি আমার মরহুম বাবার সুনাম ধরে রাখতে চাই।