মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি)আয়োজনে সর্বদলীয় সম্প্রীতির উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৭শে মে মঙ্গলবার বিকালে মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসেওর মোহনপুর সরকারী ডিগ্রি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যাপক আাসাদ আলি,জাতীয় পাটির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান,মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম শেখ,আমিনুল ইসলাম (আনোয়ার)।
বক্তরা বলেন,আসন্ন ৬ষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে প্রতিযোগীতাপূর্ণ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রার্থী ও প্রশাসনের সমন্বিত তদ্যাকার মাধ্যমে সফল করার আস্ফান জানান।এবং ভোটারদের সৎ,যোগ্য,ও দূর্নীতিমুক্ত প্রার্থী নির্বাচনের আহ্বান জানান।